ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ, ৯৮ শতাংশ ফেল

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘চ’ (চারুকলা) ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯৮ শতাংশ ফেল করেছেন।
আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া DU CHA লিখে roll no টাইপ করে 16321 নম্বরে যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে send করতে হবে। ফিরতি SMS-এ ভর্তি-ইচ্ছুকরা তাঁদের ফল জানতে পারবেন।
১৭৫ দশমিক ৫ স্কোর পেয়ে প্রথম হয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী সৌরভ বরুয়া।
গত ২৪ সেপ্টেম্বর ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান এবং এর আগে ১ অক্টোবর অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি-ইচ্ছু মোট ১০ হাজার ২৪৮ ছাত্রছাত্রীর মধ্যে আট হাজার ৪২১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২০৮ জন উত্তীর্ণ হয়েছেন। অনুপস্থিত থাকে এক হাজার ৮২৭ শিক্ষার্থী। পাসের হার ২ দশমিক ৪৭ শতাংশ। এ ইউনিটে মোট আসনসংখ্যা রয়েছে ১৩৫টি।
পাস করা ছাত্রছাত্রীদের ২৩ থেকে ৩০ অক্টোবরের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
কোটায় আবেদনকারীদের ২৩ থেকে ৩০ অক্টোবরের মধ্যে কোটার ফরম ডিন অফিস থেকে সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে।
ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২০ থেকে ২৭ অক্টোবরের মধ্যে ডিন অফিসে আবেদন করা যাবে।
ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ‘চ’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ।