ঢাবির ‘ক’ ইউনিটে পাসের হার ১৩.৫৫ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদ ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।
ভিসি জানান, ক ইউনিটে এক হাজার ৭৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ৮৩ হাজার ৫৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। আর এ পরীক্ষায় পাস করেন ১১ হাজার ৩৩০ জন। পরীক্ষার জন্য ভর্তি ফরম পূরণ করে হলে অনুপস্থিত ছিল ছয় হাজার ৮৪২জন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া, DU KA লিখে রোল নম্বর টাইপ করে 16321 নম্বরে যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে খুদে বার্তা পাঠালে ফিরতি এসএমএসে ভর্তিচ্ছুরা ফলাফল জানতে পারবে।
উত্তীর্ণরা ৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবে। আর কোটায় আবেদনকারীদের ৩ নভেম্বরের মধ্যে ফার্মেসি অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।
কেউ ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে চাইলে ১ নভেম্বরের মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে হবে। তবে ‘ক’ ইউনিটে ভর্তির জন্য মনোনয়নের সাক্ষাৎকার কবে শুরু হবে, তা এখনো জানানো হয়নি।