ঢাবির ‘ঘ’ ইউনিটে পাসের হার ১০ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এ ইউনিটে উত্তীর্ণ হয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী।
এ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন এক লাখ নয় হাজার ১৭০ শিক্ষার্থী। ৭৬ হাজার ৯৮৯ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে সাত হাজার ৯৭৩ জন উত্তীর্ণ হয়েছেন।
ভর্তি সম্পর্কে জানতে লগ ইন করতে হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd)।
অথবা মোবাইল ফোন থেকে ফল জানা যাবে। এসএমএস করার নিয়ম—du Gh>Roll লিখে ১৬৩২১ নম্বরে যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে sent করলে ফিরতি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ফল।