বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন ১২ নভেম্বর থেকে

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির আবেদন আগামী ১২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে।
আজ সোমবার সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আবেদনকারীদের মধ্য থেকে মেধা তালিকা আগামী ২৮ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ১০ নভেম্বর প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।