রাবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের (‘ই’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
গতকাল সোমবার রাতে এ ফল প্রকাশ করা হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফয়জার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিজোড় রোল নম্বরধারীদের (মেধাক্রম ১ থেকে ১০৩৩ পর্যন্ত) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে সাক্ষাৎকার নেওয়া হবে। ৮ নভেম্বর সকাল ৯টা থেকে জোড় রোলনম্বরধারী পরীক্ষার্থীদের (মেধাক্রম ১ থেকে ১০৯৩ পর্যন্ত) একই ভবনে সাক্ষাৎকার নেওয়া হবে।’
সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই অনলাইনে (www.ru.ac.bd) পছন্দক্রমের ফরম পূরণ করে তা সঙ্গে নিয়ে আসতে হবে। অনলাইনে পছন্দক্রম ফরম পূরণের শেষ সময় ৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের অবশ্যই ডাউনলোড করা পছন্দক্রমের ফরম, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্রের মূল কপি, এইচএসসি বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, ভর্তি পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক সত্যায়িত প্রবেশপত্র নিয়ে আসতে হবে।
এ বছর ‘ই’ ইউনিটে ৮০৮ আসনের বিপরীতে ২৪ হাজার ১৮৬ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।
‘ই’ ইউনিটের ফলসহ বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.ru.ac.bd ওয়েবসাইটে।