শেকৃবিতে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ল

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের আবেদন করার ও ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।
ভর্তিচ্ছুরা আগামী ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রেজাউল করিম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। এর আগে ভর্তি আবেদনের সময়সীমা ছিল ২৫ নভেম্বর মধ্যরাত পর্যন্ত।
এ বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে ৩৫০ জন, এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৯০ জন, অ্যাগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ জন, ফিসারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার অনুষদে ২৫ জনসহ সর্বমোট ৫৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।