শেকৃবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় শেষ আজ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার্থীদের আবেদন করার শেষ সময় আজ বুধবার।
আজ রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন ও টাকা জমা দেওয়া যাবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পরে ডাচ-বাংলার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৯০০ টাকা ফি দিতে হবে। ফরম পূরণের সময় প্রার্থীর একটি পাসপোর্ট আকারের রঙিন ছবি আপলোড করতে হবে।
আবেদনের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ২০১৫ বা ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞানের মতো বিষয়গুলোর প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩ পেতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার একটিতে ন্যূনতম জিপিএ ৩সহ মোট জিপিএ অন্তত ৭ থাকতে হবে।
বিশ্ববিদ্যলয়টিতে কৃষি অনুষদে ৩৫০, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৯০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং ফিশারিজ ও একোয়াকালচার অনুষদে ২৫ জনসহ সর্বমোট ৫৪০টি আসনে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।
ভর্ভি-সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd) থেকে বিস্তারিত জানা যাবে।