জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি টু এমএ পরীক্ষার ফরম পূরণ শুরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/25/nu.jpg)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবেদনকারী পরীক্ষার্থীদের জন্য বুধবার (২৪ মে) থেকে অনলাইনে আবেদন ফরম ছাড়া হয়েছে। তারা আগামী ১৫ জুন পর্যন্ত ফরম ডাউনলোড করতে পারবেন। আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ ১৮ জুন পর্যন্ত।
এ ব্যাপারে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।