ছাড়া পেলেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সেই শুভ
রাজধানীর শাহবাগ থানা থেকে ছাড়া পেয়েছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তিনি ছাড়া পান। এর আগে গত শুক্রবার বিকেলে শুভসহ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে শুভ ছাড়া সবাইকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, থানা ছেড়ে ছাড়া পেয়ে শুভর নেতৃত্বে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে শুভ বলেন, ‘আমাদের প্রতিনিধি দল শুক্রবার শাহবাগ থানা পুলিশের সাথে সাক্ষাৎ করেছে। থানার ওসি আমাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেছেন। সোমবার তিনি আমাদের সঙ্গে বসবেন বলেও জানিয়েছেন। পরবর্তীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন বলেও আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী, যৌক্তিক দাবি নিয়ে আমরা এতদিন রাজপথে যে আন্দোলন করেছি, তা বাস্তবায়ন হবে।’
শুভ আরও বলেন, ‘গতকাল শাহবাগে পুলিশের সঙ্গে আমাদের কিছু অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে এই অপ্রীতিকর অবস্থা তৈরি হয়। শাহবাগ থানার ওসি আমাদেরকে মন্ত্রণালয়ে একটি বৈঠকের আশ্বাস দিয়েছেন।’
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার সিদ্ধান্ত নেয়। পরবর্তী পুলিশের বাধার মুখে পদযাত্রা স্থগিত করে শাগবাগ থানায় সবাই আত্মসমর্পণ করতে গেলে পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে। এই আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভসহ ১২ জনকে আটক করে শাহবাগ থানা পুলিশ।