চলছে হাল্ট প্রাইজ রেজিস্ট্রেশন, ফাইনালে এক মিলিয়ন ডলার জেতার সুযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/12/28/kubi.jpg)
আন্তর্জাতিক বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’। এই প্রতিযোগিতার ক্যাম্পাস পর্যায়ের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১০ ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও (কুবি) চলছে হাল্ট প্রাইজ ২০২৩-২০২৪-এর অন-ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন, যা চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিশ্বের বৃহত্তম বিজনেস আইডিয়া সৃষ্টিকারী একটি বার্ষিক প্রতিযোগিতাই হলো ‘হাল্ট প্রাইজ’। ‘আনলিমিটেড’ প্রতিপাদ্যে ১৭টি চ্যালেঞ্জ নিয়ে এবার বিশ্বব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা।
প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের ১২১টি দেশের প্রায় এক হাজার ৫০০টি ক্যাম্পাসে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীকে বিভিন্ন ধাপ পেরিয়ে অংশ নিতে হবে গ্লোবাল ফাইনাল রাউন্ডে। গ্লোবাল ফাইনাল রাউন্ডে যে দলের আইডিয়া সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে, তাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হবে এক মিলিয়ন ডলার।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়টিতে হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি), ডিজিটাল মিডিয়া পার্টনার—নতুন মার্কেটিং এজেন্সি, গিফট পার্টনার—প্রগতি বই ঘর, ই-লার্নিং পার্টনার—কিরণ। এতে ফটোগ্রাফি বা আলোকচিত্র সহযোগিতায় থাকছে চ্যাকমেট ইভেন্টস।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ ২০২৩-২০২৪-এর ক্যাম্পাস পরিচালক সুমাইয়া কবির এনটিভি অনলাইনকে জানান, এ বছরের হাল্ট প্রাইজ আগের বছরগুলোর মতো নয়। এ বছর অংশগ্রহণকারীরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) কোন আইডিয়ার ওপর কাজ করতে ইচ্ছুক তা নিজেই বেছে নিতে পারবেন। এবারের প্রতিযোগিতার মূল স্লোগান ‘আনলিমিটেড’। ফলে অংশগ্রহণকারীদের বিকল্প বেছে নেওয়ার সুযোগ আছে।