৪১তম বিসিএসের ২৪৫৩ ক্যাডার কর্মকর্তা নিয়োগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/03/21/psc_0.jpg)
সরকারি কর্ম কমিশন। ফাইল ছবি
৪১তম বিসিএস পরীক্ষায় সুপারিশ পাওয়া দুই হাজার ৪৫৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে উপসচিব মোসা. নাজমা নাহারের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে নির্ধারিত শর্ত মেনে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৮ এপ্রিল সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগ দিতে বলা হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আছেন ৩২১ জন। তারা সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন ১০০ জন। বাকিরা অন্যান্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন।