এসএসসি ও সমমানে পাসের হার ৮৩.০৪ শতাংশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/12/ssc_2024_0.jpg)
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ। ফাইল ছবি
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ।
আজ রোববার (১২ মে) ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে আজ সকালে ধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া সকাল ১১টায় এসএসসি পরীক্ষার ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হয়।