পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে চলেছে কোটাবিরোধী গণপদযাত্রা
কোটা সংস্কারের একদফা দাবি বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বরাবর স্মারকলিপি দিতে গণপদযাত্রা করছেন শিক্ষার্থীরা। আজ রোববার (১৪ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হওয়া পদযাত্রাটি শিক্ষাভবন মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। তবে, আন্দোলনকারীরা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনের আব্দুল গনি রোডে প্রবেশ করেন।
পুলিশ বাধা দিলেও কোটাবিরোধীদের পদযাত্রা বিভিন্ন স্লোগানে মুখরিত এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষাভবন মোড় পার হয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। গণপদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
গণপদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধাবীদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সারা দেশে এ কর্মসূচি পালন করছেন কোটার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পদযাত্রা শেষে প্রত্যেক কলেজ-বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা নিজ নিজ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন বলে জানা গেছে।