গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম থেকে বাদ শেখ মুজিব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্যালয়ের (বশেমুরকৃবি) নাম পরিবর্তন করে ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ শাখা) মোহাম্মদ আব্বাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এর আগে বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখার এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রকাশিত বাংলাদেশ গ্যাজেটের অধ্যাদেশ নং ০৫, ২০২৫ এর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ ২ ধারায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন’ ১৯৯৮ (১৯৯৮ সনের ১৬ নং আইন) এর সংশোধন (১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১১৯৮ (১৯৯৮ সনের ১৬ নং আইন) এর (ক) তে বলা হয়েছে, সর্বত্র উল্লিখিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়’ শব্দগুলোর পরিবর্তে ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে এবং (খ) ধারা ৩ এর উপধারা (১) এ উল্লিখিত ‘Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University’ শব্দগুলোর পরিবর্তে ‘Gazipur Agricultural University’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হওয়ায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে আমরা বদ্ধপরিকর।’
২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জনসহ অন্যান্য আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও গৌরবময় অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে।