কুয়েটে হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বটতলায় গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বক্তারা জানান, ছাত্রদল যেন আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট না হয়। সে বিষয়ে সতর্ক হবার আহ্বান জানান তারা।
এ সময় ছাত্রদলকে হুঁশিয়ারি করে বলা হয়, যদি ছাত্রদল আর একজন ছাত্র বা শিক্ষকের রক্ত ঝরায় তাদের পরিণতি লীগের চেয়েও খারাপ হবে।
হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’ সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে।’