নজরুল বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে আইইএলটিএস প্রশিক্ষণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইইএলটিএস প্রশিক্ষণ চালু করেছে মানবসম্পদ ব্যবস্থপনা বিভাগ। অফলাইনে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবে বিভাগটির যেকোনো শিক্ষার্থী।
আজ সোমবার (১০ মার্চ) বিভাগের শ্রেণিকক্ষে প্রশিক্ষণের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়। জানা গেছে, প্রশিক্ষণে মোট ৪০টি ক্লাসে আইইএলটিএস পরীক্ষার চারটি মডিউল স্পিকিং, রাইটিং, রিডিং ও লিসেনিং অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া মডিউলভিত্তিক পরীক্ষা ও কোর্স শেষে বিভাগের ল্যাবে মক টেস্ট দেওয়ার সুযোগ থাকবে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা তাদের দক্ষতা পরিমাপে ও মূল পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।
প্রশিক্ষণ নিয়ে বিভাগটির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাভেল খান বলেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকরী একটা প্রশিক্ষণ। ইংরেজি ভাষায় আমাদের দুর্বলতা অনেকটা কমবে আশা করি। এমন কোর্স বাইরে করতে গেলে সময় ও টাকা দুটোরই প্রয়োজন হতো। কিন্তু এখন এটি বিনামূল্যে বিভাগেই পাচ্ছি। এজন্য বিভাগকে অসংখ্য ধন্যবাদ।
২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঋতু সাহা বলেন, বিনামূল্যে এমন আইইএলটিএস প্রশিক্ষণ আমাদের জন্য খুবই উপকারী। যেকোনো প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট ইংরেজিতে করতে হয়, তাই এই প্রশিক্ষণটি আমাদের একাডেমিক ক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ, আমাদের ভবিষ্যতের চাকরির ক্ষেত্রেও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষক আনিল ইসলাম হিমেল বলেন, নিজ বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারার আনন্দটাই অন্যরকম। বিভাগীয় প্রধান স্যার বেশ কিছুদিন ধরে এই প্রশিক্ষণ নিয়ে ভাবছিলেন। সেইসময় আমি ঢাকায় ফুল-টাইম প্রশিক্ষক হিসেবে আইইএলটিএসের একটি অফিসিয়াল এক্সাম ভেন্যুতে কর্মরত ছিলাম। স্যারের প্রবল আগ্রহ ও শিক্ষার্থীদের অদম্য ইচ্ছার ফলেই এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
বিভাগীয় প্রধান ড. মো. রফিকুল আমিন বলেন, একাডেমিক বিষয়ের বাইরে আমরা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। যাতে করে তারা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। তাদের ক্যারিয়ার উন্নয়নে ও ভাষাগত দক্ষতা অর্জনের জন্য আমাদের এই প্রচেষ্টা। ইতোমধ্যে আমরা বিভাগে ল্যাব স্থাপন করেছি। খুব শিগগিরই এর কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের ডাটা সায়েন্স, ডাটা এনালাইসিস টুল টেকনিক এবং আরও কিছু বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা আশাবাদী শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।