সোয়া ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ, ব্যয় ১৩০ কোটি টাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোয়া ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রশিক্ষকদের প্রশিক্ষণ। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩০ কোটি টাকা।
আজ রোববার (১০ আগস্ট) ইসির নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে পারে। প্রায় সাড়ে তিন হাজার প্রশিক্ষক তৈরি করা হবে। যারা ভোটের আগে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।
ইসি সূত্রে জানা গেছে, এবার ভোটার বাড়ায় ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যাও বাড়বে। ৪৪ হাজারের বেশি কেন্দ্রে ভোটকক্ষ হবে পৌনে তিন লাখের মতো। এতে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তাসহ ভোট কর্মকর্তা নিয়োজিত থাকবে প্রায় ৯ লাখ ২৫ হাজারের মতো।
মহাপরিচালক এস এম আসাদুজ্জামান জানান, প্রশিক্ষণ কর্মসূচিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলায় নিয়োজিতদেরও প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে ১৩০ কোটি টাকার মতো ব্যয় হতে পারে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে ইসি। এক্ষেত্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ তফসিল ঘোষণার পর শুরু হবে। এর আগে সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রশিক্ষকদের প্রশিক্ষণ।