‘এখনই সময় ডেভিলদের বিরুদ্ধে দাঁড়ানোর’

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। একইসঙ্গে এ বিষয়ে সংহতি জানিয়ে সব বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।
আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসংযোগ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদারের সঞ্চালনায় সমাবেশে কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ফজলুল হক বলেন, ১৯১৭ সালের চুক্তিতে প্রতিষ্ঠিত ছোট রাষ্ট্র ইসরায়েল আজ গাজাবাসীর ওপর নৃশংসতা চালাচ্ছে। শুধু ওআইসি বা মুসলিম ভ্রাতৃত্বের বুলি দিয়ে পরিবর্তন আসবে না। তাই আওয়াজ তুলতে হবে, ‘আর নয় প্রতিবাদ, এবার হোক প্রতিশোধ’, যা হবে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন বলেন, গাজাবাসীর কী অপরাধ যে শিশু, নারী ও বৃদ্ধদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে? এটি কোনো যুদ্ধনীতিতে পড়ে না। মুসলিম হওয়া কী তাদের অপরাধ? আজ মুসলিম বিশ্ব বিভক্ত বলেই এমন সাহস পাচ্ছে হামলাকারীরা। ঐক্যবদ্ধ না হলে একে একে পুরো মুসলিম বিশ্ব ধ্বংসের মুখে পড়বে।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর নিপীড়ন বেড়েছে। ইসরায়েলের সহযোগী আমেরিকার বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া উচিত। তিনি আমেরিকান পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, এখনই সময় এই ‘ডেভিলদের’ বিরুদ্ধে দাঁড়ানোর, পিছু হটার সুযোগ নেই।
সবশেষে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, বিশ্বজুড়ে নিপীড়নের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে অবস্থান নেওয়া বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। জাতিসংঘ বা ওআইসি নয়, শিক্ষার্থীদের যোগ্যতাই স্বাধীন ফিলিস্তিন গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ সময় ফিলিস্তিন ইস্যুতে শিক্ষার্থীদের ইতিহাস জানতে ও জ্ঞান অর্জনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল ইসলাম মাসুদ, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ইসমত আরা বেগম, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাসুদুল হাসান খান মুক্তা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেক প্রমুখ।