বাকৃবিতে স্নাতকে ভর্তি কার্যক্রম শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (২৬ মে) সকাল থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ব্লাড গ্রুপিং করে রিপোর্ট জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করছেন।
টিএসসি কনফারেন্স হলে শিক্ষা শাখা, কোষাধ্যক্ষ শাখা ও পূবালী ব্যাংকের কার্যক্রম একসঙ্গে চলেছে। কেউ শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিচ্ছেন, কেউ লটারির মাধ্যমে হল নির্বাচন করছেন। ডিন ও পরিচালকরা সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউট অফিসে শিক্ষার্থীদের মূল কাগজপত্র যাচাই করে ভর্তি ফরমে স্বাক্ষর করছেন।
শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ভর্তি কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভর্তি কার্যক্রমে অংশ নিতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে পিন ও রোল নম্বর দিয়ে লগইন করতে হচ্ছে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হচ্ছে। সব তথ্য দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম ও পে-স্লিপ তৈরি হচ্ছে, যা ডাউনলোড করে প্রিন্ট করে নির্ধারিত তারিখে জমা দিতে হচ্ছে।
চলতি বছর ভর্তি ও আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২১৪ টাকা। তবে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অনলাইনে ১০ হাজার টাকা পরিশোধ করেছেন, তাদের নতুন করে টাকা দিতে হবে না। অনলাইনে পরিশোধ করা অর্থ থেকে নির্ধারিত ফি কেটে রেখে বাকি টাকা পূবালী ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীর অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।
তিন দিনব্যাপী এই ভর্তি কার্যক্রম ২৬ মে থেকে শুরু হয়ে চলবে ২৮ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।