৫ দফা দাবিতে উপাচার্যের কাছে ঢাবি ছাত্রদলের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পাঁচ দফা দাবি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কাছে স্মারকলিপি দিয়েছে। আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রদল নেতারা।
দাবিগুলোতে আবাসিক হলের ক্যান্টিনে খাবারের গুণগত মান নিশ্চিত করা, অবকাঠামো সংস্কার ও আধুনিক সুবিধা প্রসারের আহ্বান জানানো হয়েছে।
পাঁচ দফা দাবি হলো—
১. খাদ্যের গুণগত মান বৃদ্ধি : আবাসিক হলের ক্যান্টিনে পরিবেশিত খাবারের মান নিয়মিত মনিটরিং ও উন্নয়নের দাবি জানানো হয়েছে।
২. রাস্তা মেরামত : হল পাড়া ও কলাভবন সংলগ্ন রাস্তাগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করতে বলা হয়েছে।
৩. পানির ফিলটার স্থাপন : প্রতিটি বিভাগ ও ক্যাম্পাসের প্রয়োজনীয় স্থানে বিশুদ্ধ পানির ফিলটার স্থাপনের অনুরোধ করা হয়েছে।
৪. ফ্রি ওয়াইফাই চালু : বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডধারী সব শিক্ষার্থীর জন্য ক্যাম্পাসজুড়ে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা চালু করার অনুরোধ জানানো হয়েছে।
৫. প্রিন্ট-স্ক্যান সুবিধা : প্রতিটি বিভাগের সেমিনার লাইব্রেরিতে শিক্ষার্থীদের জন্য প্রিন্ট ও স্ক্যানের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবাসিক হলের রাস্তা মেরামত ও পানির ফিলটার স্থাপন বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, সেমিনার লাইব্রেরিতে প্রিন্ট-স্ক্যান সুবিধা চালু সংক্রান্ত প্রস্তাব আগামী ডিনস কমিটির সভায় আলোচনার জন্য তোলা হবে।
ঢাবি ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ সাইফ বলেন, শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা দ্রুত সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইতিবাচক সাড়া আশা করছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাটি সফল। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত দাবিগুলো নিয়ে কাজ করবে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান স্মারকলিপি গ্রহণ করে দাবিগুলো বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, তাদের জীবনযাত্রার মানোন্নয়নে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।