অন্তর্বর্তী উপাচার্য পেল কুয়েট, ৪ মে থেকে ক্লাস শুরু
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত এই আদেশে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম কাশেম।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন উপাচার্য নিয়োগের পূর্ব পর্যন্ত অধ্যাপক ড. মো. হযরত আলী অন্তর্বর্তী সময়ের জন্য নিম্নোক্ত শর্তে দায়িত্ব পালন করবেন।’
কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবি—উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপউপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল ইসলামকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাস রাজনীতিমুক্ত রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে ২৫ ফেব্রুয়ারি কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গত ১৩ এপ্রিল ছাত্র আন্দোলনের পর সিন্ডিকেট সভায় ২৪ এপ্রিল সব আবাসিক হল খোলা এবং ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণা করা হয়েছে।