বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনশনরত ৫ শিক্ষার্থী অসুস্থ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
অনশনরত শিক্ষার্থীদের মধ্যে রবিউল ইসলাম গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া বাকি চারজনকে স্যালাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। এই চার শিক্ষার্থী হলেন—ওয়াহিদ, স্বাক্ষর, এনামুল ও ইমন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়টির আচার্য, শিক্ষা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের যথেষ্ট সময় দিয়েছি। আমরা বারবার তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা শিক্ষার্থীদের আকুতি বুঝতে ব্যর্থ হয়েছেন।’
শিক্ষার্থী সুজয় শুভ আরও বলেন, ‘আমরা ঘোষণা করেছি, যতক্ষণ পর্যন্ত এই উপাচার্যকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অনশন থেকে উঠব না।’ পাশাপাশি বিকেল ৪টার পর দেশের দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।