ঢাবি উপাচার্যের হোয়াটসঅ্যাপ হ্যাক, টাকা চাইছে প্রতারক চক্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের শিকার হয়েছে। এই ঘটনায় একটি প্রতারক চক্র উপাচার্যের পরিচিতদের কাছে অর্থ চাওয়ার চেষ্টা চালাচ্ছে।
আজ শনিবার (২৪ মে) দুপুরে উপাচার্য অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহায়তায় আপাতত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। তবে অ্যাকাউন্টটি কীভাবে ও কখন হ্যাক হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
টাকার দাবিতে প্রতারণার ঘটনায় আজ দুপুরে তানভীরুজ্জামান নামে এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, উপাচার্য স্যারের নম্বর থেকে হঠাৎ করে টাকা চাওয়ার বার্তা আসে। পোস্টের সঙ্গে সংযুক্ত স্ক্রিনশট অনুযায়ী, প্রতারক চক্র ১৫ হাজার টাকা দাবি করে।

ঘটনার সত্যতা যাচাই করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘উপাচার্য স্যারের দাপ্তরিক ফোন নম্বর হ্যাক হয়েছে। সেখান থেকে অনেকের কাছে টাকা চেয়ে মেসেজ দেওয়া হয়েছিল। বর্তমানে আমরা ডিবিতে জানিয়ে নম্বরটি বন্ধ রেখেছি।’