নিয়োগের চারদিনের মাথায় চাঁবিপ্রবি উপাচার্য ছেলের পদত্যাগ

নিয়োগের মাত্র চার দিনের মাথায় পদত্যাগ করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ফাতিন ইলহাম বিন পেয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদের ছেলে। গতকাল বুধবার (১৩ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন।
উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জানান, ছেলে ফাতিন ইলহাম বাংলাদেশের নাগরিক এবং ৯ আগস্ট স্বচ্ছ প্রক্রিয়ায় তার নিয়োগ সম্পন্ন হয়েছিল। তবে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ ওঠায় পারিবারিক সিদ্ধান্তে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়। তার স্থলে প্যানেলে থাকা পরবর্তী প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
এ পদে নিয়োগ ঘিরে সমালোচনা শুরু হয়, কারণ সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ডিগ্রিধারী প্রার্থী থাকলেও ফাতিন বেসরকারি এমএইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত ১৮ মার্চ ১৫ ক্যাটাগরির ৩৪টি পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। মেডিকেল অফিসার পদে ২৩ জন আবেদনকারীর মধ্যে ২১ জনকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচনা করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০ জনের মধ্য থেকে ফাতিন সর্বোচ্চ নম্বর পেয়ে নিয়োগ পান। তবে স্বজনপ্রীতির অভিযোগ এড়াতেই পারিবারিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত হয় বলে উপাচার্য জানান।