ডাকসুতে গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী কাদের, জিএস বাকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সহসভাপতি (ভিপি) পদে লড়বেন ঢাকা গণতান্ত্রিক ছাত্রসংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। এ ছাড়া সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুন ডাকসুর সহসাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ প্যানেল ঘোষণা করেন জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’।
ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থী ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। আর গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদটি জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর সমর্থনে খালি রাখা হয়েছে।
ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তন্বী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করতে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি কোনো প্যানেল থেকে নির্বাচন না করলেও তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রদলসহ বেশ কয়েকটি সংগঠন।
সম্পাদক পদগুলোতে যারা প্রার্থী হয়েছেন—
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক : হাসিবুল ইসলাম
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : আহাদ বিন ইসলাম শোয়েব
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক : মিতু আক্তার
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : মোহাম্মদ সাকিব
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : নাহিয়ান ফারুক
ক্রীড়া সম্পাদক : আলামিন সরকার
ছাত্র পরিবহন সম্পাদক : ইসমাইল হোসেন রুদ্র
সমাজসেবা সম্পাদক : মহির আলম
গবেষণা ও প্রকাশনা সম্পাদক : জুলাই আন্দোলনে আহত সানজিদা হক তন্বীর সমর্থনে প্রার্থী দেওয়া হয়নি
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক : রেজোয়ান আহমেদ রিফাত
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক : সাব্বির আহমেদ
মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক : আনিকা তাহসিনা
সদস্য—মোহাম্মদ মাসুদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাইল জবিউল্লাহ নাহিদ, তাপসী রাবেয়া, আরমানুল হক, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওরিন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।