অধ্যাপক রুমানের পিএইচডি ডিগ্রি অর্জন

নরসিংদীর রায়পুরা উপজেলার কৃতি সন্তান অধ্যাপক মোঃ আব্দুল করিম রুমান ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে “English Language Teaching at Quami Madrasa Under Befaqul Madarisil Arabia Bangladesh: Trends and Challenges” শীর্ষক অভিসন্দর্ভের জন্য তিনি এ ডিগ্রি লাভ করেন। গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ডিগ্রিটি অনুমোদন করে এবং ৩১ আগস্ট পরীক্ষা অফিস থেকে চূড়ান্ত সনদ প্রদান করা হয়।
অধ্যাপক রুমান ডৌকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ রুহুল আমীন-এর সন্তান। তিনি ১৯৯৮ সালে হাসনাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় রায়পুরা থানায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে নরসিংদী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। সেখানে তিনি স্নাতক পর্যায়ে ইংরেজি ভাষা ও সাহিত্যে প্রথম স্থান এবং স্নাতকোত্তর পর্যায়ে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।
কর্মজীবনের শুরুতে তিনি যোগ দেন গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশে এবং পরবর্তীতে ঢাকা কমার্স কলেজে শিক্ষকতা করেন। ২০১১ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইংরেজি সাহিত্যে প্রথম হয়ে সৌদি আরবের কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পান। বর্তমানে তিনি সৌদি আরবের ইউনিভার্সিটি অব বিশা–তে ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা জীবনে থাকাকালীনই তার লেখালেখির হাতেখড়ি। কবিতা, ছোটগল্প, প্রবন্ধ ও বুক রিভিউ ছাড়াও সাংবাদিকতা করেছেন গ্রামীণ খবর, দৈনিক আলোর দিগন্ত ও নিউজ ফেয়ার-এ। ইতোমধ্যে তিনি দেশি ও বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে ১৯টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছেন। তার লেখা দুটি ইংরেজি গ্রন্থ প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ প্রকাশনা সংস্থা অ্যামাজন।
বর্তমানে তিনি বাংলাদেশ রিসার্চ ফাউন্ডেশন–এর চেয়ারম্যান এবং এর জার্নালের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।