জাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার ঘোষণা, শিক্ষা ও গবেষণায় জোর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সাদী-বৈশাখী পরিষদ তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভের সামনে এই ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।
ছাত্রদল তাদের ইশতেহারে শিক্ষা ও গবেষণা, নিরাপদ ক্যাম্পাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বৈচিত্র্যসহ আটটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছে। তাদের প্রধান অঙ্গীকারগুলো হলো—আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা ব্যবস্থা নিশ্চিত করা। শিক্ষাবান্ধব, নিরাপদ ও মুক্ত ক্যাম্পাস গড়ে তোলা। আবাসন সংকট দূর করা ও খাবারের মান উন্নত করা। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সুসমন্বিত পরিবহন ব্যবস্থা চালু করা। ক্রীড়া ও সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখা। পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস তৈরি করা।
ভিপি প্রার্থী শেখ সাদী হাসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সৌন্দর্য, সংস্কৃতি ও প্রতিরোধের এক উজ্জ্বল প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানে এই ক্যাম্পাস থেকেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছিল।’ তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আমরা একটি সুন্দর ও গণতান্ত্রিক ক্যাম্পাস গঠনের জন্য কাজ করে আসছি।
সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী পরিবহণ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ক্যাম্পাসে নিয়ন্ত্রিত অটোরিকশা বাড়ানো হবে। শিক্ষার্থীদের মতামত নিয়ে বাস রুট পর্যালোচনা, সংখ্যা বৃদ্ধি ও নতুন রুট চালু করা হবে। প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকার স্থাপন করে মোবাইল অ্যাপস চালু করা হবে, যাতে সহজেই বাস ট্র্যাক করা যায়।
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।