জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস (২৯) মারা গেছেন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় মসজিদ মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন— বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন অনুষদের সহকর্মীরা। জানাজা শেষে মরদেহ চারুকলা বিভাগের প্রাঙ্গণে নেওয়া হয়, যেখানে শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
পরবর্তীতে জান্নাতুল ফেরদৌসের মরদেহ পাবনার সদর উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানকার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তরুণ এই শিক্ষিকার অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।