জাকসু নির্বাচনের ফল গণনা করতে গিয়ে শিক্ষকের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা।
এবিষয়ে এনাম মেডিকেল কলেজে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন বলেন, আমাদের এখানে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে৷ আমরা ইসিজি করে নিশ্চিত হয়েছি তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাকসু নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, সবাই ক্লান্ত হওয়ায় এবং পোলিং এজেন্ট না থাকায় রাতে একসাথে সব হলের সংসদের ভোট গণনা শেষ করা যায়নি। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। তিনি অন্যান্য সহকর্মীসহ ভোট গণনাকেন্দ্রে আসেন। এসময় সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান। দ্রুত তাকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা জানতে পেরেছি তিনি ইতোমধ্যেই মারা গেছেন। এ ঘটনায় আমাদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আমি তার শোকসন্তপ্ত পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করছি।
আমাদের পাবনা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান জানান, নিহত জান্নাতুল ফেরদৌস পাবনা শহরের কাচারীপাড়া মহল্লার বাসিন্দা ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি রুমী খন্দকারের একমাত্র মেয়ে। পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারটি একদম ভেঙে পড়েছে। জানাজার সময় পরে জানানো হবে।
পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।