জাকসু নির্বাচন : রাতের মধ্যে ফলাফল ঘোষণার আশ্বাস উপাচার্যের

দুইঘণ্টা বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের কেন্দ্রীয় সংসদের ভোটগণনা পুনরায় শুরু হয়েছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুনরায় ভোটগণনা শুরু হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আজ রাতের মধ্যেই গণনা শেষ করে ফলাফল ঘোষণার আশ্বাস দিয়েছেন।
এর আগে বিকেল সাড়ে ৫টায় হল সংসদের ভোট গণনা সম্পন্ন হলেও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোটগণনা শুরু করা হয় নি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের উপস্থিতিতে পুনরায় ভোটগণনা শুরু হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমাদের একজন সহকর্মী মারা গিয়েছেন আজ সকালে। এরপরও আমাদের শিক্ষক-শিক্ষিকারা দিনভর গণনা কার্যক্রম সচল রেখেছে। তবে বিকেলে তারা আমাদের সঙ্গে মেশিনে ভোটগণনা করার জন্য আলোচনায় বসে। তাদের আমরা আশ্বস্ত করেছি রাত ১২টার আগেই ভোট গণনা সমাপ্ত করে ফলাফল ঘোষণা করব।