ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাস ভাঙচুর, পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাস ভাঙচুরের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২৭০তম সিন্ডিকেট সভায় এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল, যার প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাহরিয়ার নাজিম এবং মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান সায়েম। অন্যদিকে ছয় মাসের জন্য বহিষ্কৃতরা হলেন— মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আব্দুল মান্নান লুমান, সৈয়দ সাজিদ হোসেন ও তাকবির হাসান হৃদয়।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাতে ক্যাম্পাসের প্রধান ফটকে এসবি পরিবহণের একটি বাসের সুপারভাইজারের খারাপ ব্যবহারের অভিযোগে শিক্ষার্থীরা বাসটি আটক করে। এরপর কয়েকজন শিক্ষার্থী বাসে ভাঙচুর চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।