নভেম্বরের মধ্যে ইকসু নির্বাচন : ইবি উপাচার্য

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের রোডম্যাপ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে মতবিনিময় করেছে শিক্ষার্থী ও ছাত্রনেতারা। সোমবার (২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ‘মুভমেন্ট ফর ইকসু’ প্ল্যাটফর্মের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা।
মতবিনিময় সভায় ইকসু নির্বাচন প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি; অবশ্যই এই দাবি পূরণ করবো। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট অনেক আইন করেছেন। আমরা চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জন্য যে গঠনতন্ত্র আছে সেটি এনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জন্য একটি গঠনতন্ত্র তৈরি করব। সেটি সিন্ডিকেটে অনুমোদনের পর ইউজিসিতে পাঠানো হবে। সেখানে শিক্ষক ও ছাত্রদের প্রতিনিধিত্ব দল যোগাযোগ করবে। ইউজিসি থেকে অনুমোদন হয়ে গেলে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। পরবর্তীতে কেবিনেটে পাঠানো হবে এবং আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ আইন পাস হবে।
শিক্ষার্থীরা সম্ভাব্য তারিখ জানতে চাইলে উপাচার্য বলেন, নির্বাচন আয়োজনের জন্য সময় বেশি লাগবে না। অফিসিয়াল কার্যক্রমেই সময় লাগবে। আশা রাখি, আগামী ১৫ নভেম্বরের মধ্যে আমরা ইকসু নির্বাচন আয়োজন করতে পারবো।
উল্লেখ্য, এর আগের দিন রোববার (২৪ আগস্ট) ইকসু গঠন নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘প্রচার-প্রচারণা ও জনসংযোগ’ কর্মসূচি পালন করেন ‘মুভমেন্ট ফর ইকসু’র প্রতিনিধিরা।