কাউন্সিলর প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে, জানালেন তৃতীয় লিঙ্গের দুই ভোটার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/16/siddhirganj.jpg)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন সন্ধ্যা ও রুবিনা নামের তৃতীয় লিঙ্গের দুই ভোটার।
আজ রোববার সকাল ৯টার দিকে তারা ভোট দেন। পরে তারা দুজনই ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘জীবনে প্রথমবার ইভিএমে ভোট দিয়ে খুব ভালো লাগছে। আমরা যদি কখনো মানুষের পাশে দাঁড়াতে পারি, ভালো কাজ করে জনপ্রিয়তা অর্জন করতে পারি তাহলে আমরাও ভবিষ্যতে চিন্তাভাবনা করব কাউন্সিলর প্রার্থী হওয়ার। আমরা দুজনই পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি। আমরা আশা করি, জনপ্রতিনিধি যারাই হোক তারা আমাদের পাশে দাঁড়াবে।’
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবু নাইম মৃধা বলেন, ‘সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ পর্যন্ত প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে। সবাই উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছে।’
সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৩৩ হাজার ১০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২৭৮ জন আর নারী ভোটারের সংখ্যা ১৬ হাজার ৮২৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা দুজন। তারা দুজনই ভোট দিয়েছেন।