‘মেশিনে ভোট’ দিয়ে খুশি ৭৫ বছরের জায়েদা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/16/jaayyedaa.jpg)
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ১৯২টি কেন্দ্রে এ ভোটগ্রহণ চলবে।
সকালে ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারের উপস্থিতি।
পঁচাত্তর বছর বয়সি জায়েদা বেগম ইভিএমএ ভোট দিয়েছেন। তিনি বলেন, ‘মেশিনে ভোট দিতে একটু ভয় ভয় লেগেছে, তবে আনন্দও পেয়েছি। মোবাইলে টিপ দেওয়ার মতো ভোট দিলাম।’
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ ভোটার উপস্থিতি বাড়ছে সমান তালে।
বৃদ্ধা জায়েদা কেন্দ্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে উৎসুক হয়ে পড়েন গণমাধ্যমকর্মীরা।
জাবেদা বলেন, ‘আমি অসুস্থতা সত্ত্বেও আমার মেয়েদের সহায়তায় ভোটকেন্দ্রে আসি।’
ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জায়েদার বয়স ৭৫ হলেও, তিনি দাবি করছেন তাঁর বয়স একশোর কাছাকাছি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের এক হাজার ৩৩৩ ভোটকক্ষে পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। তাঁদের মধ্যে চার জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।
২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত নয়টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন প্রার্থী।