সকাল সকাল ভোটকেন্দ্রে ৮৩ বছরের কদম আলী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/16/kadom_ali.jpg)
চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) তৃতীয় নির্বাচন। সিটি করপোরেশন হওয়ার পর এর আগে ২০১১ সালের নাসিক নির্বাচনে প্রথম ভোট হয়। এর পর দ্বিতীয় নির্বাচন হয় ২০১৬ সালে। টানা দুই দফায় মেয়র হিসেবে দায়িত্ব পালন শেষে নৌকা প্রতীকে এবার তৃতীয় দফায় মেয়র পদে লড়ছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তাঁর বিপরীতে হাতি প্রতীকে লড়ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হচ্ছে। সকাল থেকে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট দিতে আসেন ভোটারেরা।
রোববার সকাল ৮টা পাঁচ মিনিটে মাদরাসা কেন্দ্রে ভোট দিতে আসেন ৮৩ বছর বয়সী কদম আলী। এনটিভি অনলাইনের কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘সকাল বেলা ঝামেলা কম থাকবে। লোক কম থাকবে তাই আগে আগে ভোট দিয়ে চলে যেতে চাই।’
কেমন প্রার্থীকে মেয়র হিসেবে চান জানতে চাইলে কদম আলী বলেন, ‘আমাদের জন্য যিনি কাজ করবেন তাকেই আমরা মেয়র হিসেবে চাই৷’
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/01/16/amzad-ali.jpg 687w)
আলী আমজাদ নামের ৭২ বছর বয়সি আরেক ভোটার বলেন, ‘এখন পর্যন্ত যে পরিবেশ আছে তাতে আশা করছি ভালো ভোট হবে, সুষ্ঠু ভোট হবে। আমরা চাই ভালো ভোট হোক।’
কেমন মেয়র চান জানতে চাইলে আলী আমজাদ বলেন, ‘যিনি কথায় নয়, কাজে বিশ্বাস করেন, যিনি সত্যিকারে আমাদের উন্নায়নে কাজ করবেন তাকেই আমরা মেয়র হিসেবে দেখতে চাই।’