আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা
২০৪১ সালে দারিদ্র্যের হার নামবে ৩ শতাংশে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/12/27/piem_ishtehaar_1.jpg)
রাজধানীর একটি হোটেলে আজ বুধবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশতেহার ঘোষণা করেন। ছবি : ফোকাস বাংলা
দশম জাতীয় সংসদ নির্বাচনে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ইশতেহারে দারিদ্র্য বিমোচন ও বৈষম্য হ্রাস সম্পর্কিত ইশতেহার ঘোষণা করেছে আওয়ামীলীগ।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঘোষণা করা আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে ‘শূন্য থেকে শুরু’ করা খাতের বিবরণ তুলে ধরা হয়েছে।
ইশতেহারে বলা হয়েছে, আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে দারিদ্র্যের হার ১১ শতাংশে, চরম দারিদ্র্যের অবসান এবং ২০৪১ সাল নাগাদ দারিদ্র্যের হার ৩ শতাংশে নামিয়ে আনবো।