আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা
খেলাপি ঋণ আদায়ে কঠোর আইন প্রয়োগ করা হবে
দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হলে খেলাপি ঋণ আদায়ে কঠোর আইন প্রয়োগ হবে।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঘোষণা করা আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে ‘শূন্য থেকে শুরু’ করা খাতের বিবরণ তুলে ধরা হয়েছে।
মুদ্রা সরবরাহ ও ব্যাংকিং ব্যবস্থার ইশতেহারে বলা হয়েছে, মুদ্রা সরবরাহ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রধান উপায়-উপকরণ হবে নীতি সুদ হার ব্যবহার। কর্মপোযোগী প্রশিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ঋণ সরবরাহ সম্প্রসারণ করা হবে। আমদানি ও রপ্তানি বাণিজ্যে ভারসাম্য রক্ষা করা হবে, যা বৈদেশিক মুদ্রা সরবরাহে অনিশ্চয়তা লাঘব করবে। খেলাপি ঋণ আদায়ে কঠোর আইন প্রয়োগ এবং এক্ষেত্রে ব্যাংক যেন বিধি নির্ধারিত সঞ্চিতি রাখে তা নিশ্চিত করা হবে।