নির্বাচনি জনসভায় যোগ দিতে ফরিদপুরে শেখ হাসিনা
নির্বাচনি জনসভায় যোগ দিতে ঢাকা থেকে ফরিদপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ১২টার দিকে ফরিদপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর দুইটার দিকে শেখ হাসিনা সড়কপথে পৌছান। বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা।
দলীয় প্রধানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল। সমাবেশে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাও থাকবেন বলে জানা গেছে, যাদের দলীয় সভাপতির পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।