জাতীয় নির্বাচন নিয়ে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এ বিষয়ে আমার কোনো নিজস্ব বক্তব্য নেই।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জনগণ এ সরকারের কাজে সন্তুষ্ট। এ সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়’— এমন কোনো কথা বলিনি। আমার একটি বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
বাংলা নববর্ষ এবার সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এবারের বাংলা নববর্ষ সব ধর্মের, বর্ণের, গোত্রের ও সব পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। সরকারের আয়োজন সফল ও সার্থক হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ছিল কাঙ্ক্ষিত মানের। সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাই বেশ আন্তরিক ছিলেন। এজন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী বলেন, মডেল মেঘনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তাই এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। বিশেষ আইনে কাউকে গ্রেপ্তার করা এবারই প্রথম নয়। এর আগেও এই আইনে অনেকে গ্রেপ্তার হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলমের ঘটনার সংশ্লিষ্টতা নাই। এটা রুটিন প্রক্রিয়া।
পহেলা বৈশাখে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা ঠিক হয়নি। এ ধরনের ঘটনা না ঘটলে ভালো হতো। তবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অধিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।