চট্টগ্রামে নিয়োগ দেবে আজকেরডিল, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/22/1jtqxgqu.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান আজকেরডিল ডটকম। প্রতিষ্ঠানটিতে ‘ডেলিভেরিম্যান/ ফ্রিলেন্সার সাইকেল রাইডার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
ডেলিভেরিম্যান/ ফ্রিল্যান্সার সাইকেল রাইডার।
পদসংখ্যা
মোট ১০ জন।
যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজিতে মৌলিক জ্ঞান থাকতে হবে। স্মার্টফোন থাকতে হবে ও অপারেট করাতে দক্ষ হতে হবে। অনূর্ধ্ব-২৬ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। নিজস্ব সাইকেল থাকতে হবে। ফুডপান্ডা , সহজ, পাঠাও বা ডেলিভারি কম্পানিতে কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে। চট্টগ্রাম সিটির অধিবাসী হতে হবে ও চট্টগ্রাম সিটি ভালোভাবে চিনতে হবে।
কর্মস্থল
চট্টগ্রাম।
বেতন
প্রতিদিন ১০০ টাকা হারে ফিক্সড অ্যালাউন্স ও ডেলিভারি প্রতি বা কালেশন ৩০ টাকা করে কমিশন দেওয়া হবে ।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের বিডিজবস অনলাইনে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগতপত্র সঙ্গে নিয়ে নিম্নোক্ত ঠিকানায় বিকেল ৩টায় (শনিবার থেকে বৃহস্পতিবার) সরাসরি সাক্ষাৎ করতে হবে।
ঠিকানা : একে আর্কিড, (২য় তলা), ৭৭১, শেখ মুজিব রোড, চৌমুহনী সার্কেল, আগ্রাবাদ সি/এ, চট্টগ্রাম -৪০০০।
আবেদনের শেষ তারিখ
২১ সেপ্টেম্বর, ২০২১।
সূত্র : বিডিজবস