নতুনদের নিয়োগ দেবে বিকন ফার্মাসিউটিক্যালস
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/03/01/becon-job.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি করোনিক কেয়ার কোঅর্ডিনেটর পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
করোনিক কেয়ার কোঅর্ডিনেটর
পদসংখ্যা
নির্দিষ্ট নয়
যোগ্যতা
প্রার্থীকে এমএসসি সম্পন্ন হতে হবে। অথবা বি.ফার্ম/ এম.ফার্ম সম্পন্ন হতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। ফ্রেশ প্রার্থীরাও আবেদন করতে পারেন। ফার্মাসিউটিক্যাল বিক্রয়ের ক্ষেত্রে এক-দুই বছরের অভিজ্ঞতাসম্পন্নরা আবেদন করতে পারেন।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে
কোম্পানির সুযোগ-সুবিধাদি
টিএ/ ডিএ, লাভজনক প্রণোদনা নীতি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ বিমা, উৎসব ও প্রফিট বোনাস, মোটরসাইকেল, মোবাইল ফোন, বিদেশ সফর এবং চমৎকার পেশাদার পরিবেশসহ দ্রুত ক্যারিয়ারের অগ্রগতির জন্য অপরিমেয় সুযোগ।
আবেদনের প্রক্রিয়া
সিভি, একাডেমিক সার্টিফিকেটসহ আগ্রহী প্রার্থীদের আগামী ৫ ও ৮ মার্চ, ২০২০ সকাল ৯টার মধ্যে ওয়াক ইন ইন্টারভিউতে যোগদানের জন্য অনুরোধ করা হলো : বিকন বিজনেস সেন্টার, ৯/বি/২, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা।
আবেদনের শেষ তারিখ
আগ্রহীরা ৫ মার্চ, ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস