নিয়োগ দেবে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার, বেতন ১৮,০০০ টাকা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/02/20/verck-job.jpg)
জাতীয় পর্যায়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়ন এ পিকেএসএফের অর্থায়নে বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির জন্য সৎ, উদ্যোমী, পরিশ্রমী ও কর্মঠ আগ্রহী বাংলাদেশি প্রার্থীদের নিকট হতে জরুরি ভিত্তিতে সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা (মহিলা) পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা (মহিলা)
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ স্বীকৃত ম্যাটস থেকে পাস হতে হবে। বয়স : ১৮-৩০ বছর (২৭ ফেব্রুয়ারি, ২০২০ইং)। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল
কুমিল্লা
বেতন-ভাতা
১৮০০০/- (মাসিক )
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ইং তারিখের মধ্যে আবেদনপত্রের সঙ্গে কাভার লেটার, সিভিসহ দুইকপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশিট ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্ন ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর ও খামের উপর পদের নাম লিখতে হবে। উল্লেখ্য, পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ-ডিএ দেওয়া হবে না। আবেদনপত্র পাঠাবার ঠিকানা : নির্বাহী পরিচালক, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), বি-৩০, এখলাস উদ্দিন খান রোড, আনন্দপুর, সাভার, ঢাকা-১৩৪০।
আবেদনের শেষ তারিখ
আগ্রহীরা ২৭ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস