নিয়োগ দেবে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, বেতন ২৫,৫০০ টাকা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/02/20/rik-job.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), পিকেএসএফের আর্থিক সহায়তায় পরিচালিত "সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি"র আওতায় মুন্সীগঞ্জ জেলায় প্রোগ্রাম অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
প্রোগ্রাম অফিসার
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীর প্যারামেডিক/ম্যাটস বা স্নাতক/ সমমান ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর সর্বনিম্ন দুই বছরের কাজের
অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২২ থেকে ৪০ বছর।
সাংস্কৃতিক ও ক্রীড়া মনস্ক ব্যক্তি সংশ্লিষ্টের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি পুষ্টি এবং স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত কাজের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস অ্যাপ্লিকেশন (এমএসওয়ার্ড ও এমএসএক্সেল ইত্যাদি) পরিচালনায় ধারণা থাকতে হবে।
কর্মস্থল
মুন্সীগঞ্জ
বেতন-ভাতা
২৫৫০০ টাকা
আবেদনের প্রক্রিয়া
শুধু আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্বাহী পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-২০, সড়ক-১১ (নতুন), ৩২ (পুরাতন), ধানমণ্ডি আ/এ, ঢাকা-১২০৯ বরাবর দরখাস্ত (দুই কপি সদ্য তোলা ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত এবং যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ) আবেদনপত্র প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদনের শেষ তারিখ
আগ্রহীরা ২৬ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস