বাংলাদেশ ব্যাংকের এডির মৌখিক পরীক্ষা আগামীকাল

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদে মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকটির সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আটজন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না৷ লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট।