ময়মনসিংহে নিয়োগ দেবে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)। প্রতিষ্ঠানটিতে ফিল্ড মনিটর পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
ফিল্ড মনিটর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষাকেন্দ্র পরিদর্শন, সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা, স্কুল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় ইস্যুভিত্তিক বিষয়ভিত্তিক সভা পরিচালনা, প্রয়োজনীয় নথি সংরক্ষণ ও প্রতিবেদন তৈরি, স্টক সংরক্ষণ ও পরিদর্শন ইত্যাদি কার্যক্রমে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
ময়মনসিংহ
বেতন
১৬,০০০ টাকা (মাসিক)
কোম্পানির সুযোগ-সুবিধাদি
প্রকল্প নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, দুই কপি রঙিন ছবি, দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, পেশা, পদবি, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ২৩/০১/২০২০ইং তারিখের মধ্যে উপপরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযোগে/ কুরিয়ারে/ সরাসরি প্রেরণ করতে হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। শুধু বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে।
আবেদনের সময়সীমা
পদটিতে ২৩ জানুয়ারি, ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস