স্নাতক পাসেই নিয়োগ দেবে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/02/26/popi-job.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)। প্রতিষ্ঠানটিতে ফিল্ড ট্রেইনার- গভর্নেন্স অ্যান্ড ইয়ুথ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
ফিল্ড ট্রেইনার- গভর্নেন্স অ্যান্ড ইয়ুথ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। প্রার্থীর দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফ্যাসিলিটেশন দক্ষতা এবং বহুমুখী উন্নয়ন কর্মসূচি সম্পর্কে ধারণা থাকতে হবে। বাংলা ভাষায় পারদর্শিতা এবং ইংরেজিতে মৌলিক দক্ষতা থাকতে হবে। ট্যাব ব্যবহার ও প্রতিবেদন লেখায় দক্ষ হতে হবে।
অন্যান্য শর্তাবলী :
দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নে অবস্থান করে কাজ করতে হবে। উক্ত পদের জন্য সংশ্লিষ্ট জেলার এবং হাওরে কাজের অভিজ্ঞতা আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল
কিশোরগঞ্জ, নেত্রকোনা
বেতন
১৫৮৫৩ টাকা
কোম্পানির সুযোগ-সুবিধাদি
প্রকল্প নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, দুই কপি রঙিন ছবি, দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, পেশা, পদবি, মোবাইল ফোন নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র আগামী ১৫/০৩/২০২০ইং তারিখের মধ্যে উপপরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযোগে/ কুরিয়ারে/ সরাসরি প্রেরণ করতে হবে। ই-মেইলেও আবেদন পাঠাতে পারেন। ই-মেইল : hr@popibd.org । খামের উপরে অথবা ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। শুধু বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য মনোনীত করা হবে।
আবেদনের সময়সীমা
পদটিতে ১৫ মার্চ, ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস