১০০ জনকে নিয়োগ দেবে সুশীলন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/12/31/sushiiln.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারী উন্নয়ন মূলক সংস্থা সুশীলন। প্রতিষ্ঠানটি এনএইচডি ডেক্স অফিসার (ফর হাউজহোল্ড ভিজিট) পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
এনএইচডি ডেক্স অফিসার (ফর হাউজহোল্ড ভিজিট)
যোগ্যতা
যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রার্থীকে বিএ পাস হতে হবে। প্রার্থীর সর্বনিম্ন এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য । প্রার্থীকে উত্তম ব্যক্তিগত যোগাযোগ দক্ষতাসহ এককভাবে কাজ করতে হবে। প্রার্থীর কমিউনিটি, সরকারি কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
জামালপুর, ময়মনসিংহ, শেরপুর
বেতন-ভাতা
১২০০০/ (মাসিক )
আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি পাঠাতে হবে। সাবজেক্ট এ পদের নাম উল্লেখ করতে হবে। কাভার পেজে পদের নাম উল্লেখ করতে হবে। আগ্রহী প্রার্থীকে কাভার লেটার, সিভি, ছবি ও বর্তমান শিক্ষা সনদসহ জাতীয় পরিচয়পত্র দিয়ে hrdhakaoffice@shushilan.org ই-মেইল আবেদন করতে হবে। সরাসরি প্রধান নির্বাহী কর্মকর্তা হাউজ# ৬১৪, রোড# ১২, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর আবেদন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ
পদটির জন্য আবেদন করা যাবে ০৯ জানুয়ারি ২০২০ পর্যন্ত।
সূত্র : বিডিজবস