নতুনদেরও সুযোগ দিয়ে ব্র্যাক এন্টারপ্রাইজে বিভিন্ন পদে নিয়োগ
জনবল নিয়োগ দেবে ব্র্যাক এন্টারপ্রাইজ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ‘অফিসার, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজ)’ এবং ‘ম্যানেজার, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজ)’ পদে এ নিয়োগ দেওয়া হবে।
অফিসার, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম
যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফুড ইঞ্জিনিয়ারিং বা রসায়ন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ম্যানেজার, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফুড ইঞ্জিনিয়ারিং বা রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকম এবং ব্র্যাকের ওয়েবসাইট (careers.brac.net) থেকে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া প্রার্থীরা কভার লেটারসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়েও আবেদন করতে পারবেন। আবেদন করার ঠিকানা ‘ব্র্যাক হিউম্যান রিসোর্স ডিভিশন, ব্র্যাক সেন্টার (পঞ্চম ফ্লোর), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’। আবেদনপত্রের খামের ওপর পদের নাম এবং অফিসার পদের জন্য কোড EN-৪০০৪১৭ এবং ম্যানেজার পদের কোড EN-৪১০৪১৭ উল্লেখ করতে হবে।
সূত্র : বিডিজবস ডটকম