ব্র্যাক ইন্টারন্যাশনালে আকর্ষণীয় চাকরি
চাকরির সুযোগ দিচ্ছে ব্র্যাক ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ‘রিসার্চ ম্যানেজার, রিসার্চ অ্যান্ড ইভালুয়েশন ইউনিট’ পদে আফগানিস্তানের কাবুলে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, অর্থনীতি, পরিসংখ্যান, উন্নয়ন অধ্যয়ন বা সমমানের বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে প্রার্থীদের।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের ওয়েবসাইট (careers.brac.net) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি লেটার অব ইন্টারেস্টসহ জীবনবৃত্তান্ত ই-মেইল করার মাধ্যমেও আবেদন করার সুযোগ থাকছে। ই-মেইল করার ঠিকানা ‘international.hr@brac.net’। আবেদন করা যাবে ৬ জুন, ২০১৭ পর্যন্ত।
বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখুন-