অভিজ্ঞতা ছাড়াই অপসোনিনে কাজের সুযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/12/04/photo-1512365935.jpg)
অপসোনিন ফার্মা লিমিটেড জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।
পদের নাম
মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও)
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/মাস্টার্স উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তবে এসএসসি ও এইচএসসিতে অবশ্যই বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। অনভিজ্ঞ প্রার্থীরাও পদটিতে আবেদন করার সুযোগ পাবেন। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। পুরুষ ও নারী উভয়েই এই পদে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পরীক্ষার জন্য ‘বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ৬৩ নিউ ইস্কাটন, ঢাকা-১০০০’ এই ঠিকানায় পৌঁছাতে হবে।
পরীক্ষার সময়
পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর, ২০১৭ সকাল ১০ ঘটিকায়।
সূত্র : জাগোজবস ডটকম